IQNA

যেকোনো পরিস্থিতিতে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করবে ইরান: রুহানি

20:58 - June 10, 2020
সংবাদ: 2610938
তেহরান (ইকনা): ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আগামী অক্টোবরে তার দেশের ওপর থেকে সব অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এবং এ কারণে আমেরিকা ক্ষুব্ধ হয়ে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ (বুধবার) তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার স্বার্থে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো মার্কিন ষড়যন্ত্র রুখে দেবে বলে তেহরান আশা করছে। পার্সটুডে

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী, আগামী অক্টোবরে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিভাবে উঠে যাবে বলে কথা রয়েছে। কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করার হুমকি দিয়েছে।

এ পর্যন্ত আমেরিকার ইরানবিরোধী সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে উল্লেখ করে হাসান রুহানি বলেন, মার্কিনিদের জেনে রাখা উচিত, তারা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে নতুন প্রস্তাব উত্থাপন করলে ইরানও বসে থাকবে না। নিষেধাজ্ঞা থাকুক বা উঠে যাক তেহরান তার প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করবেই।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকার সময় বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে এবং তা দিয়ে আগ্রাসী মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। iqna

captcha