আব্দুল আ’তি আলি আব্দুল জালিল নামের ওই হাফেজে কুরআন ইন্তেকালের আগমুহূর্তে সূরা আম্বিয়ার কয়েকটি আয়াত পাঠ করছিলেন। তার পঠিত সর্বপ্রথম আয়াতের অর্থ: “এবং স্মরণ করুন আইয়্যুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখক'ষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান”।
ফেসবুকে একটি ভিডিও শেয়ারের মাধ্যমে বয়োবৃদ্ধ এই হাফেজের ছেলে মুহাম্মাদ আব্দুল আ ’ তি পিতার সৌভাগ্যময় বিদায়ের কথা জানান। তিনি বলেন , জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কুরআনে কারিম পড়ার মাধ্যমে মহান আল্লাহর সাহায্য চেয়ে পরলোকগমন সত্যি সৌভাগ্যের – আল্লাহ তাকে জান্নাত দান করুন ।
সূত্র: mtnews24