IQNA

জর্ডানের কুরআনিক কেন্দ্র পুনরায় চালু করার আহ্বান

20:20 - June 26, 2020
সংবাদ: 2611027
তেহরান (ইকনা): জর্ডানের কিংডমের হিফজুল কুরআন সেন্টার এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্রের পরিচালকগণ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলো পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন।

খালদা কুরআনিক কেন্দ্রের প্রধান হিশাম খরিসাত বলেছেন: জর্ডানের কিংডমে কুরআন কেন্দ্রের সংখ্যা প্রায় ১২৫০টি। এর মধ্যে ১০০টি কেন্দ্র আল-সালেহীন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত এবং ১,১৫০ জন পবিত্র কুরআন সুরক্ষা সংস্থার অন্তর্ভুক্ত। এসকল প্রতিষ্ঠান জর্ডানের এনডোমেন্টস মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়।

এই কেন্দ্রগুলোয় কর্মরত শিক্ষকগণের মধ্যে অধিকাংশ শিক্ষকরাই দৈনিক বেতন অথবা ভাতা গ্রহণ করে থাকেন। এছাড়াও, এসকল প্রতিষ্ঠানে বাৎসরিক প্রায় ৬৫ হাজার ছাত্র-ছাত্রী কুরআন শেখার জন্য ক্লাসে অংশগ্রহণ করেন। এরমধ্যে অধিকাংশ ছাত্র-ছাত্রী গ্রীষ্মের ছুটির ক্লাসে অংশগ্রহণ করেন।

"ফুটবল একাডেমী, সংগীত প্রশিক্ষণ কেন্দ্র, ফিটনেস ক্লাব, সাংস্কৃতিক কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে তাদের কাজ পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে" এ ব্যাপারে হিশাম খরিসাত ইঙ্গিত দিয়ে বলেন: কুরআনিক ও ধর্মীয় সেন্টারগুলো ঠিক অন্যান্য সেন্টারের মতো অনুরূপ পরিচালিত হয়। সরকারের উচিত এসকল সেন্টারসমূহের কার্যক্রম পুনরায় চালু করার অনুমতি দেওয়া। iqna

captcha