IQNA

লন্ডনে কুরআনের বিরল পাণ্ডুলিপি নিলামে ৭০ লাখ পাউন্ড বিক্রি

19:52 - June 28, 2020
সংবাদ: 2611041
তেহরান (ইকনা): ১৫ শতাব্দীর অন্তর্গত কুরআনের একটি বিরল পাণ্ডুলিপি লন্ডনের একটি নিলাম সেন্টারে ৭০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।

পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি ইরানের অন্তর্গত। এটি তৈমুর অথবা আগা কুইনলুহা’র রাজত্বকালে লেখা হয়েছে। শুক্রবার লন্ডনের ক্রিশ্চিয়াস নিলাম সেন্টারে বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছিল।

প্রথমে ধারণা করা হয়েছিল এই পাণ্ডুলিপিটি ৬ লাখ থেকে ৯ লাখ পাউন্ডে বিক্রি হবে। তবে বিরল এই পাণ্ডুলিপিটি ৭০ লাখ ১৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

বিশেষ ধরনের চীনা কাগজে লিখিত কুরআনের এই পাণ্ডুলিপির পৃষ্ঠা এবং প্রচ্ছদে স্বর্ণের কাজ করা রয়েছে। iqna

লন্ডনে কুরআনের বিরল পাণ্ডুলিপি নিলামে ৭০ লাখ পাউন্ড বিক্রি

 

captcha