IQNA

হাশাদ আশ-শাবির প্রধান পদ বহল রয়েছে

20:02 - July 17, 2020
সংবাদ: 2611154
তেহরান (ইকনা): ইরাকের প্রধানমন্ত্রী ডিক্রি জারির মাধ্যমে হাশদ আশ-শাবির প্রধান ফালেহ আল-ফাইয়াজের পদ বহল রেখেছেন।

ইরাকি সূত্রগুলি ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, মোস্তফা আল-কাজিমি একটি সরকারী আদেশে আল-হাশাদ আল-শাবির প্রধান হিসাবে ফালেহ আল-ফাইয়াজের মিশন বাড়িয়ে দিয়েছেন।

আল-কাজিমির অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে: প্রয়োজনীয়তা এবং জনস্বার্থ অনুসারে এবং প্রধানমন্ত্রী ও ইরাকি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক-এর সম্মতিতে, ফালেহ আল-ফাইয়াজের পদ বহাল রাখা হয়েছে।

২০১৪ সালে দায়েশ তথা আইএস সন্ত্রাসবাদী দল ইরাকের অনেক অঞ্চল নিয়ন্ত্রণ করার পরে, ইরাকি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানির জারি করা একটি ফতোয়ার পর সন্ত্রাসবাদী গোষ্ঠীর মোকাবেলা এবং ইরাকের দখলকৃত অঞ্চলসমূহকে মুক্ত করতে সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি গঠন করা হয়। তখন থেকে এই দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ফালেহ আল-ফাইয়াজ।

আল-হাশাদ আল-শাবির প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছিলেন ইরাকের জাতীয় সুরক্ষা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ইরাকের প্রধানমন্ত্রী গত সপ্তাহে তার প্রতিনিধি হিসেবে কাসিম আল-আয়াজীকে নিযুক্ত করেছেন। iqna

captcha