IQNA

মিসরে ৫ মাস পর খুলল মসজিদের দ্বার

20:44 - August 28, 2020
সংবাদ: 2611391
তেহরান (ইকনা): করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে সরকারি বিধি-নিষেধের কারণে বন্ধ হয়ে যাওয়া মিসরের মসজিদের দ্বার খুলে দেয়া হয়েছে। গত মার্চের পর প্রথমবারের মতো শুক্রবার দেশটির মসজিদে জুমআর নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবারের এই নামাজের আগে মসজিদে জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করা হয়। পরে মুসল্লিরা মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে মসজিদে জুমআর নামাজে অংশ নেন। নামাজের জন্য মুসল্লিরা মসজিদে সর্বোচ্চ ১০ মিনিট অবস্থানের সুযোগ পান।

মিসরে এখন পর্যন্ত প্রায় ৯৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই ভাইরাসে মারা গেছেন ৫ হাজার ৩০০ জনের বেশি।

শুক্রবারের জুমআর নামাজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন দেশটির নাগরিকরা।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে। এতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৬ লাখ ৮৫ হাজারের বেশি এবং মারা গেছেন ৮ লাখ ৩৬ হাজারের বেশি। iqna

captcha