IQNA

ইসরাইলের নিন্দা না জানালেও ইরানের নিন্দা জানাতে ভোলেনি আরবরা

0:02 - September 11, 2020
সংবাদ: 2611456
তেহরান (ইকনা): আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অবকাশে চতুর্পক্ষীয় আরব কমিটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তাদের ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছে। বুধবার অনুষ্ঠিত ওই অনলাইন বৈঠকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার নিন্দা জানানোর কথা থাকলেও তা করতে ব্যর্থ হয় আরব দেশগুলো।

কিন্তু কুদস দখলদার ইসরাইলের বিরুদ্ধে সবচেয়ে শক্ত অবস্থান গ্রহণকারী মুসলিম দেশ ইরানের নিন্দা জানাতে ভুল করেনি চার আরব দেশ সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

‘চতুর্পক্ষীয় আরব কমিটি’র এই চার সদস্যদেশ আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ইরানের কথিত হস্তক্ষেপের নিন্দা জানিয়ে ‘এ তৎপরতা’ থেকে বিরত থাকতে তেহরানের প্রতি আহ্বান জানায়।

ওই কমিটি এমন সময় এ আহ্বান জানাল যখন এই চার দেশ বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে লিবিয়া ও ইয়েমেনসহ অন্যান্য আরব দেশের অভ্যন্তরীণ বিষয়ে ঘোরতর হস্তক্ষেপ করে যাচ্ছে।

চার আরব দেশ এক বিবৃতি প্রকাশ করে ‘ইরানকে প্রতিহত করার’ জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানায়। বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ‘ইরানের অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা’ রুখে দেয়ারও আহ্বান জানানো হয়।
সূত্র: পার্সটুডে

captcha