IQNA

'কাশ্মীর ছেড়ে পালাবো ভাবলে ভুল করছেন, কাশ্মীরের পতাকা আবার ফিরিয়ে আনবো'

21:13 - October 23, 2020
সংবাদ: 2611683
তেহরান (ইকনা): গত আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করেছে মোদি সরকার। ৩৭০ ধা'রা র'দ করেছে। সেই থেকে আ'টক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর, ফারুক আবদুল্লারা। দিন কয়েক আগে ছাড়া পেয়েছেন মেহবুবা। এবার তাঁর ঘোষণা, '‌রাজ্যের পতাকা আবার ফিরিয়ে আনব।'‌

মুফতি সংবাদিকদের সামনে স্পষ্ট করে দিলেন, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনতে লড়ে যাবেন তিনি। '‌যারা ভাবছেন, আমরা পালিয়ে যাব, ভুল করছেন।'‌ পাশাপাশি তিনি মোদি সরকারকে ডা'কাতের সঙ্গে তুলনা করতেও ছাড়লেন না। বললেন, '‌একজন ডাকা'ত যতই শ'ক্তিশালী হোক, চু'রি করা জিনিস তাকে ফেরাতেই হয়। ওরা সংবিধানের অসম্মান করেছেন। সংসদ কখনও বিশেষ মর্যাদা কেড়ে নিতে পারে না। একনায়কতন্ত্র বেশিদিন টেকে না।'

গত আগস্টে এনসিপি নেতা ফারুক আবদুল্লার বাসগৃহে সব কাশ্মীরি রাজনীতিকরা জড়ো হয়েছিলেন। দাবি করেছিলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য লড়াই করবেন তারা। তার পরই আটক করা হয় কাশ্মীরের বিশিষ্ট রাজনীতিকদের। একে একে ছাড়া পেয়েছেন সকলে। শেষ মুক্তি পেলেন মেহবুবা।

তার মুক্তির পর গত সপ্তাহে ফের ফারুকের ‌বাসভবনে জড়ো হন রাজনীতিকরা। কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর শপথ নেন। পিডিপি প্রধান এদিন জানালেন, 'এই শপথের জন্য যদি নেতাদের প্রাণ দিতে হয়, তিনিই প্রথম দেবেন। '‌আজকের ভারত নিয়ে আমরা খুশি নই।'‌
সূত্র:mtnews24

ট্যাগ্সসমূহ: মুফতি ، কাশ্মীর ، ইকনা ، নেতা ، ভারত
captcha