IQNA

শ্রীলংকার শিক্ষার্থীদের জন্য কুরআন হেফজ প্রতিযোগিতা

23:52 - November 25, 2014
সংবাদ: 2611897
আন্তর্জাতিক বিভাগ: কুরআন হেফজ আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শ্রীলংকার কুরআনিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেদেশের রাজধানী কলম্বোর স্কুল শিক্ষার্থীদের জন্য কুরআন হেফজ প্রতিযোগিতা শুরু হয়েছে।

 

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কলম্বোর শাহরান অডিটোরিয়ামে ৬৫ জন ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণে উক্ত হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কুরআন হেফজ প্রতিযোগিতা দু’টি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। অর্থ সহ সম্পূর্ণ কুরআন হেফজ এবং আহাদিসে নাবাবী সহ সম্পূর্ণ কুরআন হেফজ।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত হেফজ প্রতিযোগিতা ছয় জন বিচারক কর্তৃক তত্ত্বাবধান করা হয়েছে।
উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দারুল কুরআনুল কারিমের প্রধান ‘মুহাম্মাদ মাহের’, কলম্বোর মসজিদ কমিটির প্রধান শেখ আব্দুল খালেক ও রমিজ এবং শ্রীলংকার কুরআন প্রেমিক অধিবাসীগণ উপস্থিত ছিলেন।
2611077

captcha