IQNA

ছবি | বিভিন্ন দেশে ক্রিসমাস উদযাপন

0:03 - December 26, 2020
সংবাদ: 2612014
তেহরান (ইনকা): বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়।

২০২১ সালের প্রাক্কালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশের ক্রিসমাস ডে পালিত হয়েছে।

করোনার প্রাদুর্ভাবজনিত বিভিন্ন সমস্যা সত্ত্বেও বিশ্বজুড়ে খ্রিস্টানরা বড়দিন উদযাপন করেছে। স্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করে তারা এই অনুষ্ঠান উদযাপনের চেষ্টা করেছে।

যে সকল দেশের খ্রিস্টানের সংখ্যা কম তারাও এই অনুষ্ঠান পালন করেছেন। এমনকি বেশ কিছু মুসলিমও এই অনুষ্ঠানে যোগদান করেছেন। ক্রিসমাস তথা বড়দিনের অনুষ্ঠান চলাকালীন সময় বিশ্বের বিভিন্ন দেশের কয়েকটি শহরের চিত্র এখানে তুলে ধলা হল:

iqna

 

captcha