IQNA

হুজ্জ্তুলত ইসলাম আলী নওয়জ খান;

পবিত্র কুরআনে আলোকে মা ফাতিমার (সা. আ.) পরিচয় + ভিডিও 

19:37 - January 12, 2021
সংবাদ: 2612099
তেহরান (ইকনা): আমরা বলি হযরত ফাতিমা মহানবীর (সা.) মেয়ে। কিন্তু এর চেয়ে বড় ও আসল পরিচয় হল তিনি বেহেশতের নারীদের নেত্রী। আমরা জানি, কেবল আত্মীয়তার সম্পর্ক থাকলেই যে কেউ বেহেশতে যেতে পারবে না। যদি তারা নবী-রাসূলগণের স্ত্রী-সন্তানও হয় তবুও না। হযরত নূহ (আ.)-এর স্ত্রী-সন্তান এবং হযরত লূত (আ.)-এর স্ত্রী জাহান্নামবাসী হয়েছে, এটি পবিত্র কুরআনেই বর্ণিত হয়েছে।

আল্লাহর বিরোধিতা করে কেউ বেহেশতে যেতে পারবে না। এমনকি কেউ যদি রাসূলুল্লাহ্ (সা.)-এর স্ত্রী-সন্তান হন, তবুও তাঁরা কেবল এ সম্পর্কের ভিত্তিতে বেহেশতে যেতে পারবেন না। 
 
হুজ্জ্তুলত ইসলাম ওয়াল মুসলেমিন আলী নওয়জ খান নবী নন্দিনী হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর জীবনীর আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। মূল্যবান এই বক্তব্য নীচে তুলে ধরা হল: 
captcha