IQNA

ভিডিও | মাস্ক পরে আহমেদ নায়িনা’র তিলাওয়াত

20:45 - January 23, 2021
সংবাদ: 2612149
তেহরান (ইকনা): করোনার প্রাক্কালে বসে নেই মিশরের বরেণ্য ক্বারি আহমেদ নায়িনা। বিশ্বখ্যাত এই ক্বারি পেশায় ডাক্তার। তবে করোনার দিনগুলোয় তিনি মাস্ক পরে কুরআন মাহফিলে অংশগ্রহণ করছেন।

সম্প্রতি আহমেদ নায়িনার মাস্ক পরে কুরআন তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক মিডিয়ায় প্রকাশ হয়েছে। 
 
এই মাহফিলে তিনি সূরা যুমারের ৭৩ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন। 
 
«حَتَّىٰ إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ»
 
যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর। iqna
 

 

captcha