IQNA

গোয়েন্দা নজরদারিতে জার্মান উগ্রপন্থী এএফডি পার্টি

0:05 - March 05, 2021
সংবাদ: 2612397
জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা তাদের নজরদারির তালিকায় দেশটির উপ্রপন্থী অল্টারনেটিভ ফর জার্মানিকে (এএফডি) অন্তর্ভুক্ত করেছে। বুধবার দেশটির সরকারি টেলিভিশন নেটওয়ার্ক এআরডির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ জানায়, এএফডির গণতন্ত্র বিরোধী ও অসাংবিধানিক লক্ষ্যে চালানো তৎপরতার ‘সন্দেহজনক অভিযোগের’ পর্যাপ্ত প্রমাণ থাকায় তাদের নজরদারির আওতায় আনা হয়েছে।
 
জার্মান অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা ফেডারেল অফিস ফর দ্যা প্রটেকশন অব দ্যা কন্সটিটিউশন (বিএফভি) নজরদারির আওতায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় শাখার সন্দেহজনক কর্মকাণ্ড এবং নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনগুলোর সাথে সংযোগের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
 
উগ্রপন্থী এএফডি পার্টি ২০১৫ সালে জার্মানিতে শরণার্থী বিতর্কের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে এবং ২০১৭ সালের নির্বাচনে প্রথমবারের মতো ১২ ভাগের বেশি ভোট নিয়ে পার্লামেন্টে প্রবেশ করে।
 
দলটির সদস্যরা বিভিন্ন সময় অভিবাসন বিরোধী, এন্টি-সেমেটিক ও ইসলামোফোবিক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন। ইয়েনি শাফাক
 
captcha