IQNA

শ্রীলঙ্কায় এক হাজার মাদ্রাসা বন্ধ এবং বোরকা নিষিদ্ধ

0:03 - March 14, 2021
সংবাদ: 2612449
তেহরান (ইকনা): শ্রীলঙ্কা সরকার মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সর্বশেষ পদক্ষেপের মাধ্যমে এক হাজার মাদ্রাসা বন্ধ এবং বোরকা নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে।
শ্রীলঙ্কা সরকার দেশটিতে বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে। একইসঙ্গে এক হাজারের বেশি মাদ্রাসা বন্ধ করে দেবে। শনিবার এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা সরকারের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী শরত বিরাসেকেরা এ খবর দিয়েছেন।
 
শ্রীলঙ্কা সরকারের এই সিদ্ধান্ত সেখানকার সংখ্যালঘু মুসলমানদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
 
মন্ত্রী বিরাসেকেরা বলেন, “আমি একটি কাগজে সই করে মন্ত্রীসভায় অনুমোদনের জন্য পাঠিয়েছি যাতে সম্পূর্ণভাবে বোরকা নিষিদ্ধ করার ব্যবস্থা থাকবে।” তিনি জানান, মুখ ঢেকে কেউ বোরকা পরতে পারবে না; এটি নিষিদ্ধ করা হবে। বিরাসেকেরা দাবি করেন, জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
 
তিনি তার ভাষায় বলেন, আমাদের দেশে প্রথম দিকে মুসলিম নারী ও মেয়েরা কখনো বোরকা পরতেন না। এটি ধর্মীয় উগ্রবাদের লক্ষণ, যা সম্প্রতি এসেছে। আমরা নিশ্চয় এটি নিষিদ্ধ করব।
 
শ্রীলঙ্কা সরকারে গত বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত মুসলিমদের লাশ দাফনের পরিবর্তে আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক সংস্থার সমালোচনার পরে এই বছরের শুরুতে এই রায় বাতিল করে। মুসলমানদের লাশ আগুনে পুড়িয়ে ফেলার রায় বাতিল হওয়ার কয়েক দিনের মাথায় দেশটির সরকার বোরকা এবং মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।  iqna
captcha