IQNA

বসন্তের তিলাওয়াত;

ভিডিও | মিশরের বিশিষ্ট ক্বারির কণ্ঠে বসন্তের আয়াত তিলাওয়াত 

0:05 - March 26, 2021
সংবাদ: 2612518
তেহরান (ইকনা): ফার্সি নববর্ষের শুরুতে “ইকনা”র উদ্যোগে অনুষ্ঠিত “নতুন মৌসুমে বসন্তের আয়াত তিলাওয়াত” প্রকল্পে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি কুরআন তিলাওয়াত করেছেন।

এতে ক্বারিগণ প্রকৃতির পুনরুত্থানের বিষয়ে বিভিন্ন আয়াত তিলাওয়াত করেছেন। আজ আপনাদের সম্মুখে মিশরেরে বিখ্যাত ক্বারি “ফারুক দ্বাইফ”-এর সুললিত কণ্ঠে সূরা “আনআম”-এর ৯৯ নম্বর আয়াত তুলা ধরা হল:
আয়াত এবং অনুবাদ:
 
«وَهُوَ الَّذِي أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُخْرِجُ مِنْهُ حَبًّا مُتَرَاكِبًا وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ انْظُرُوا إِلَى ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَيَنْعِهِ إِنَّ فِي ذَلِكُمْ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ:
 
এবং তিনিই আকাশ হতে বারি বর্ষণ করেছেন, অতঃপর আমরা এর মাধ্যমে সকল প্রকার উদ্ভিদের অঙ্কুরোদগম করেছি, অতঃপর তা হতে সবুজ মুকুল উদ্গত করে তা থেকে সুবিন্যস্ত শস্যদানা বের করেছি; এবং খেজুর গাছের মঞ্জুরী থেকে ঝুলন্ত কাঁদিসমূহ (বের করেছি) এবং আঙ্গুর, জয়তুন ও ডালিমের উদ্যানসমূহ সৃষ্টি করেছি, যাদের মধ্যে কিছু পরস্পরের সদৃশ এবং কিছু বিসদৃশ; যখন এগুলো ফলবন্ত ও পরিপক্ব হয় তখন সেগুলোর প্রতি লক্ষ্য কর, নিশ্চয় এর মধ্যে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন নিহিত আছে। iqna
 
captcha