IQNA

ফিলিস্তিনিদের ব্যাপারে ট্রাম্পের উল্টোপথে হাঁটলেন বাইডেন

13:07 - April 09, 2021
সংবাদ: 2612579
তেহরান (ইকনা): ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সহায়তা বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই সিদ্ধান্ত থেকে এবার সরে এসেছে  বর্তমান মার্কিন প্রশাসন।
ফিলিস্তিনি শরণার্থীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের বাতিল করা তহবিল পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 
 
জানা গেছে, এরই মধ্যে দেড়শ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। গত বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ তথ্য জানিয়েছেন।
 
প্রসঙ্গত, ফিলিস্তিনের সঙ্গে মার্কিন সম্পর্ক ২০১৮ সালে ছিন্ন করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘে দেওয়া তহবিল বন্ধ করে দিয়েছিলেন তিনি। আল-জাজিরা
captcha