IQNA

দক্ষিণ আফ্রিকায় ঘরে ঘরে কুরআনের বিতরণ ক্যাম্পেইন

19:49 - April 26, 2021
সংবাদ: 2612681
তেহরান (ইকনা): দক্ষিণ আফ্রিকার একটি ইসলামিক ফাউন্ডেশন সেদেশের জনগণকে ইসলামের সাথে পরিচিত করার লক্ষ্যে পবিত্র রমজান মাসে ঘরে ঘরে কুরআন বিতরণ ক্যাম্পেইনের মাধ্যমে সেদেশের স্থানীয় ভাষায় অনুদিত কুরআন বিতরণ করছে।

এই ফাউন্ডেশনটি চলতি বছরের মধ্যে সেদেশের জনগণের মধ্যে পবিত্র কুরআনের ২০ হাজার পাণ্ডুলিপি বিতরণ করার পরিকল্পনা করেছে। বিগত ৫ বছরে এই সংস্থাটি পবিত্র কুরআনের ৬০ হাজার পাণ্ডুলিপি বিতরণ করেছে।

ফিউশন ইনায়ামেকো এসএ (Fusion Inyameko SA) ফাউন্ডেশনটি আট বছর আগে নিজাম এবং সিদ্দিক আবদুল নামে এক মুসলিম দম্পতি সামাজিক পরিষেবা প্রদানের জন্য প্রতিষ্ঠা করেছিলেন।

পাঁচ বছর আগে পবিত্র কুরআন বিতরণের মাধ্যমে ইসলাম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সালিগ আইজ্যাকস নামে এক মুসলিম আলেম এই দম্পতিকে সাহায্য করেন।

গত পাঁচ বছরে দাতব্য সংস্থা এবং মুসলিম জুডিশিয়াল কাউন্সিলের (MJC) সহায়তায় তারা সারা দেশে পবিত্র কুরআনের ৬০ হাজার পাণ্ডুলিপি বিতরণ করেছেন।

করোনার প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও তারা রমজানের প্রাক্কালে ইসলামের সাথে জনগণকে পরিচয় করানোর উদ্দেশ্যে বিভিন্ন পার্ক এবং শহরতলির অঞ্চলসমূহে কুরআন বিতরণ এবং তিলাওয়াতের প্রকল্প অব্যাহত রেখেছে।

সালিগ আইজ্যাকস বলেন: “আমরা ঘরে ঘরে কুরআন বিতরণ করছি”। এই কুরআন ক্যাম্পেইনটি একটি বার্ষিক উদ্যোগ যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিতরণ করা হচ্ছে। এছাড়াও এই ক্যাম্পেইনের মধ্যমে বিভিন্ন ঘরের সামনে কুরআন তিলাওয়াত করা এবং বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনের অনুদিত পাণ্ডুলিপি মুসলিম ও অমুসলিমদের মধ্যে কুরআন বিতরণ করা হচ্ছে।

এই ফাউন্ডেশনের কর্মীগণ ইসলামিক পোশাক পরে সেদেশের বিভিন্ন শহরে উপস্থিত হয়ে ঘরের দরজা নক করেন, কুরআন তিলাওয়াত করেন এবং ইংরেজি, আফ্রিকান, খোসাই এবং পর্তুগিজ ভাষায় পবিত্র কুরআনের আয়াতসমূহ ব্যাখ্যা করেন। iqna

captcha