IQNA

জার্মানের দারুল কুরআনের পক্ষ থেকে;

ভিডিও | আনোয়ার আশ-শাহাতের সুললিত কণ্ঠে সূরা আল-ইনফিতার তিলাওয়াত

0:02 - June 09, 2021
সংবাদ: 2612929
তেহরান (ইকনা): সম্প্রতি জার্মানের দারুল কুরআন মিশরের প্রসিদ্ধ ও খ্যাতনামা ক্বারি আনোয়ার আশ-শাহাত আনোয়ারের সুললিত কণ্ঠে সূরা ইনফিতারের কয়েকটি আয়াতের মনোমুগ্ধকর তিলাওয়াতের ভিডিও প্রকাশ করেছে।

মিশরের সুনামধন্য ক্বারি “শাহাত মোহাম্মাদ আনোয়ারের” বড় সন্তান “শাইখ আনোয়ার আশ-শাহাত আনোয়ার”। তিনি এক মাহফিলে সূরা ইনফিতারের ১৭, ১৮ এবং ১০ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

وَمَا أَدْرَاکَ مَا یَوْمُ الدِّینِ ﴿١٧﴾ ثُمَّ مَا أَدْرَاکَ مَا یَوْمُ الدِّینِ ﴿١٨﴾ یَوْمَ لا تَمْلِکُ نَفْسٌ لِنَفْسٍ شَیْئًا وَالأمْرُ یَوْمَئِذٍ لِلَّهِ ﴿١٩﴾

(১৭) কিসে তোমাকে অবহিত করল যে, কর্মফল দিবস কী? (১৮) অতঃপর কিসে তোমাকে অবহিত করল যে, কর্মফল দিবস কী? (১৯) সেদিন কোন ব্যক্তি অপর ব্যক্তির ব্যাপারে কোন অধিকার রাখবে না এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে কেবল আল্লাহর।

হামবুর্গের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের আওতাধীন জার্মানের দারুল কুরআন নিয়মিত তাদের সোশ্যাল মিডিয়াতে পেইজসমূহে ইসলামিক বিশ্বের বিশেষত মিশর ও ইরানী ক্বারিদের মনোমুগ্ধকর তিলাওয়াতের অডিও ও ভিডিও প্রচার করে। iqna

captcha