IQNA

মিশরের সাবেক মুফতি; শিয়ারা তাকফির কথাটি বৈধ নয়

22:02 - November 30, 2014
সংবাদ: 2613513
আন্তর্জাতিক বিভাগ: মিশরের সাবেক মুফতি এবং আল-আজহারের ওলামা পরিষদের সদস্য আলী জুম্মা বলেছেন: ইসলামী খিলাফত পুনঃ স্থাপনের জন্য আমন্ত্রণ ঠিক নয় এবং এর সাথে ধর্মের কোন সঠিক সম্পর্ক নেই।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি কুয়েতের সংবাদপত্র ‘আল-রাই’ এর সাথে এক সাক্ষাতকারে আলী জুম্মা বলেন: সাম্প্রদায়িকতা একটি উপকরণ, যা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হয় এবং এর ফলে রক্তপাত হয়। কিন্তু আমরা এর প্রতিবাদ করব।
তিনি আরও বলেন: ইসলামী খিলাফত পুনঃ স্থাপনের জন্য আমন্ত্রণ ঠিক নয় এবং এর সাথে ধর্মের কোন সঠিক সম্পর্ক নেই।
আলী জুম্মা বলেন: আইএসআইএল, আল-কায়েদা  সহ অন্যান্য তাকফিরি দলের নেতাবর্গ সত্য ইসলাম, ফিকাহ ও শরিয়া আইন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না। নিজেদের মৌলবাদী চিন্তা দ্বারা রক্তপাত ঘটাচ্ছে। ইসলামের শত্রুদের চিন্তাভাবনাকে ইসলামের মধ্যে বাস্তবায়ন করছে। সত্যিকার অর্থে তার ইসলাম ধর্মের বিভিন্ন মাজহাবের মধ্যে অগ্নিসংযোগ এবং ফিতনা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন: এ দল হচ্ছে খাওয়ারেজী যারা বিশ্ববাসীর কাছে ইসলাম ধর্মের চেহারাকে খারাপ করছে। এ দলের মাধ্যমে সকল প্রকার খুন, দুর্নীতি, অপরাধ এবং পাপ কর্ম সংগঠিত হচ্ছে।
তিনি গুরুত্বারোপ করে বলেন: আইএসআইএল হচ্ছে একটি শয়তানী গাছ, যা উপেক্ষিত স্থানে বড় হয়েছে। যাতে করে কিছু আরবি দেশ তথা সিরিয়া, ইরাক ও ইয়েমেনে মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং ইসলামী খিলাফত পুনঃ স্থাপনের জন্য আমন্ত্রণ মিথ্যা প্ররোচনা ঘটিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করতে পারে।
2613225

captcha