বার্তা সংস্থা ইকনা: চতুর্থতম বিপ্লব বার্ষিকীতে বাহরাইনের জনগণ বিক্ষোভ মিছিলের মাধ্যমে আলে খলিফার প্রতিবাদ করেছে।
সেদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদকারীরা বিক্ষোভের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ করেছে।
আলে খলিফার সামরিক বাহিনী বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করার প্রতিবাদকারীদের ওপর গুলি বর্ষণ করে। আলে খলিফার সামরিক বাহিনী গ্যাস বুলেট এবং শটগানের গুলির ফলে অনেকই গুরুত্বর আহত হয়েছে।
বিগত কয়েক বছর যাবত আলে খলিফা যে সকল মসজিদ ধ্বংস করেছে, সেখানে বাহরাইনেরা মুসলমানেরা জামায়াত সহকারে যোহর ও আসরের নামাজ আদায় করেছে।