বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ায় কুরআনের প্রশিক্ষকদের জন্য উক্ত প্রশিক্ষণ কোর্স প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কোর্সের সাফল্যের জন্য জাকার্তা ও তার আশেপাশের শহরের মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নারীরা ব্যাপক স্বাগত জানিয়েছে।
ইমাম হুসাইন (আ.)এর মাযারের সাথে অন্তর্গত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ‘হযরত ফাতিমা যাহরা (সা. আ.)’ দারুল কুরআনের পক্ষ থেকে অনুষ্ঠিত কুরআন কোর্সের তত্ত্বাবধায়ক মুহাম্মাদ বাকের মানসুরী জানিয়েছেন: এ প্রতিষ্ঠানের জন্য এটি দ্বিতীয় কোর্স যা সাফল্য ভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন: উক্ত প্রশিক্ষণ কোর্স তাত্ত্বিক ও ব্যবহারিকের ক্ষেত্রে পবিত্র কুরআন তেলাওয়াত সম্পর্কিত সকল নিয়ম কানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও এ কোর্সে সুর সহকারে তেলাওয়াত, কুরআন হেফজের পদ্ধতি এবং কুরআনের ৩০ পারা হেফজের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উক্ত কুরআন প্রশিক্ষণ কোর্স সেন্টারের ক্লাস রুমে অডিও ডিভাইস সজ্জিত রয়েছে এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য পৃথক পৃথক চেয়ারে হেডফোন সংযোগ করা রয়েছে। যাতে করে সকলেই আলাদা ভাবে কুরআন তেলাওয়াত শুনতে পারে।
2913197