IQNA

ইয়েমেনের একটি মসজিদে সৌদি আরবের বিমান হামলা; নিহত ৩

10:35 - April 11, 2015
সংবাদ: 3121296
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের বিমান হামলার ফলে ইয়েমেনের ‘আল হাইদ’ নামক অঞ্চলের একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস এবং তিন জন শহীদ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের বিমান হামলার ফলে ইয়েমেনের ‘আল হাইদ’ নামক অঞ্চলের একটি ঐতিহাসিক মসজিদ সম্পূর্ণ রূপে ধ্বংস এবং তিন জন শহীদ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ মসজিদে ইমাম মুহাম্মাদ ইবনে ইসমাইল সানায়ানী (ইসমাইলিয়া সম্প্রদায়ের একজন ইমাম) কবর ছিল। সৌদি আরবের এ হামলার ফলে এ মসজিদ সহ কবরটি সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গিয়েছে।
3121177

captcha