IQNA

ইংল্যান্ডের শিল্পীর আকা ছবিতে ফুটে উঠল গাজা বাসীর প্রতিরোধ + ছবি

23:18 - April 11, 2015
সংবাদ: 3125624
আন্তর্জাতিক বিভাগ: ইংল্যান্ডের ‘বাঙ্গাসী’ নামক এক চিত্র শিল্পী গাজার বিভিন্ন দেওয়ালে, দখলদার ইসরাইলির অত্যাচারে অত্যাচারিত নিরীহ গাজা বাসীর কষ্টকর জীবনের চিত্র, ফিলিস্তিনির শিশু ও তাদের প্রতিরোধের চিত্র এঁকেছেন।

xবার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ‘বাঙ্গাসী’ একটি চিত্র অল্প দামে বিক্রি হওয়ার ফলে জনগণের মাঝে সে জনপ্রিয়তা অর্জন করেছে। গাজার এক অধিবাসী তার বাড়ীর দেওয়ালে আকা বাঙ্গাসী’র একটি চিত্র ১৭৫ ডলারে বিক্রি করেছে।
অথচ এ চিত্র শিল্পীর কোন কোন চিত্র ৫ লাখ ডলার বিক্রি হয়েছে।
২০১৩ সালে একটি দোকানের দেওয়ালে বাঙ্গাসী’র আকা একটি ছবি নিলামে উঠেছিল এবং তখন এক ছবিটি ১১ লাখ ডলার বিক্রি হয়েছে।
কর্মী ও রাজনৈতিক মন্তব্যকারী হিসেবে বাঙ্গাসী ইংল্যান্ডের চিত্রকর ও পরিচালকের মধ্যে পরিচিতি লাভ করেছেন।
তার অধিকাংশ শিল্পকর্ম কাল হাস্যরস মিশ্রণ এবং গ্রাফিকের অন্তর্ভুক্ত। সামাজিক ও রাজনৈতিক বিষয়বস্তুর সমন্বয়ে তিনি তার শিল্প সমূহ বিভিন্ন শহরের রাস্তা-ঘাটে, দেওয়াল ও ব্রিজে আঁকেন।
গতমাসে তিনি গাজায় সফর করেছেন এবং ইসরাইলি সেনা কর্তৃক অবরুদ্ধ থাকা অবস্থায় শহরের বিভিন্ন দেওয়ালে কিছু সুন্দর ছবি এঁকেছেন।
3123495

captcha