IQNA

চালু হলো আইএসআইএলের টেলিভিশন নেটওয়ার্ক

19:20 - April 27, 2015
সংবাদ: 3217758
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের মসুল শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের প্রথম টেলিভিশন নেটওয়ার্ক চালু হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: আইএসআইএল এ চ্যানেলের মাধ্যমে নিজেদের চিন্তা-ভাবনা ও কার্যক্রম সম্প্রচার করবে।
রাশিয়া আল ইয়াওম নেটওয়ার্ক জানিয়েছে: আইএসআইএলের সদস্যরা মাইকের মাধ্যমে মসুলের স্থানীয় অধিবাসীদের এ চ্যানেল দেখার জন্য আহ্বান জানিয়েছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইরাক ও সিরিয়ায় নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় ইন্টারনেট সামাজিক নেটওয়ার্ক ও রেডিও’তে তাদের বিভিন্ন সন্ত্রাসী মূলক চিন্তা প্রচার করে মানুষের মধ্যে প্রচার করে নিজেদের নতুন সদস্য সংগ্রহ করার চেষ্টা করছে।
3214475

captcha