IQNA

ক্ষমা চাইলেন ইসলাম বিরোধী আন্দোলন পিকডা’র সাবেক প্রধান

15:11 - May 03, 2015
সংবাদ: 3249484
আন্তর্জাতিক বিভাগ: নিজেদের ভুল বুঝতে পেরে মুসলমানদের নিকট ক্ষমা চাইলেন ইসলাম বিরোধী আন্দোলন পিকডা’র সাবেক প্রধান ক্যাথরিন ওয়েরটেল।

বার্তা সংস্থা ইকনা: জার্মানের অভিবাসী ও এন্টি ইমিগ্রন্ট পেট্রিওটিক ইউরোপিয়ান নামে প্রসিদ্ধ ইসলাম বিরোধী আন্দোলন পিকডা’র সাবেক প্রধান মুসলমানদের নিকট ক্ষমা চেয়েছেন। এ দলটি চরম ডানপন্থী আন্দোলন কর্তৃক পরিচালিত হয়। আর এ দলের সাবেক নেতা ক্যাথরিন, ইউরোপ জুড়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার জন্য এক ভিডিও ক্লিপের প্রকাশ করে মুসলমানদের নিকট ক্ষমা চেয়েছেন।
ক্যাথরিন ওয়েরটেল বলেন: “যে সকল অভিবাসী ও মুসলমানেরা শান্তিপূর্ণ ভাবে জার্মানে বসবাস করছেন এবং আমাদের আইন ও সংস্কৃতিকে সম্মান প্রদর্শন করছেন, আমি তাদের নিকট ক্ষমা চাচ্ছি”।
তিনি আরও বলেন: পিকডা’র সদস্যদের জেনে রাখা উচিত, তারা মিথ্যাকে সমর্থন করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সাবেক নেতা আরও বলেন: “এ ব্যাপারের জন্য আমি নিজেকে কিছুটা দায়ী করছি এবং এ জন্য আমি মুসলমানদের নিকট ক্ষমা চাচ্ছি। ইসলাম বিরোধী উত্তেজনা কমাতে আমি সর্বোপরি চেষ্টা করব”।
তিনি বলেন: অন্যের কাজের সমালোচনা করার পূর্বে নিজের কাজের সম্পর্কে চিন্তা করা উচিত।
মুসলমান ও তাদের ধর্মকে লক্ষ্যবস্তু করার প্রতিবাদে তিনি মিডিয়া সমূহে নিন্দা জানিয়েছেন।
3246155

captcha