IQNA

বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত কুরআন শরীফ + ছবি

18:38 - May 05, 2015
সংবাদ: 3259509
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র নগরী মাশহাদে অধ্যাপক ‘ইসমাইলি কুচানী’র তত্ত্বাবধানে বিশ্বের সর্ববৃহৎ কুরআন শরীফ লেখা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কুরআন শরীফটি ইরানের ‘আলী আকবার ইসমাইলি কুচানী’ লিখেছেন। পবিত্র নগরী মাশহাদে উক্ত কুরআন শরিফটি ৩য় মে লেখা শেষ হয়েছে।
ইরানের সরকারী কর্মকর্তাগণ এ কুরআন শরিফটি পরিদর্শনের সহয় আলী আকবার ইসমাইলি কুচানী বলেন: পবিত্র এ কুরআন শরীফটির ওজন ৫০০ কেজি এবং এর দৈর্ঘ্য ও প্রস্ত যথাক্রমে আড়াই মিটার এবং ১.৭৫ মিটার।
এ কুরআন শরীফটি খোশনবিশ করতে ৩০ জন নারী তাকে সহযোগিতা করেছেন। এ ব্যাপারে তিনি বলেন: এ ভদ্র মহিলাগণ কোন প্রকার আর্থিক প্রত্যাশা ছাড়াই পবিত্র কুরআনে নকশার জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১৪টা পর্যন্ত একনিষ্ঠ ভাবে কাজ করেছেন।


তিনি এ কুরআন শরিফটি ১৩৮৮ সালের (ফার্সি সাল যা ২০০৯ খ্রিষ্টাব্দের সমতুল্য) পবিত্র ঈদে গাদিরের দিনে শুরু করেছিলেন এবং তিনি আশা করছেন চলতি বছরে ঈদের গাদিরের সময়ে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য শেষ হবে। বর্তমানে এ কুরআন শরীফটির নকশার কাজ চলছে।
তিনি আরও বলেছেন: এ অনন্য কুরআন শরিফের ১১৪টি সুরার জন্য ভিন্ন ভিন্ন বর্ণমালায় (কুফী, রেইহান, তৌকী’য়, তায়’লিক, তাগার, দিওয়ানী, রোকাইয়ে, নাস্তায়’লিক ও শেকাস্তে সহ খোসনবিসির অন্যান্য বর্ণমালা) ‘বিসমিল্লাহির রাহমানির রহিম’ লেখা হয়েছে। এ কুরআন শরিফের পৃষ্ঠা হিসেবে তিন চামড়ার মতই এক ধরণের বিশেষ কাপড় ব্যবহার করেছে, যাতেকরে কোন রং এর উপর খারাপ না হয়। 
এ কুরআন শরিফটির আরও ছবি দেখার জন্য এখানে ক্লিক করুন।
3252580

captcha