IQNA

যায়নবাদীদের নতুন পরিকল্পনায় ক্ষিপ্ত ফিলিস্তিনিবাসী

9:44 - May 17, 2015
সংবাদ: 3304228
আন্তর্জাতিক বিভাগ: আল আকসা মসজিদে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন এবং এ পবিত্র মসজিদে অবমাননা করার সিদ্ধান্ত নিয়েছে যায়নবাদীরা। আর যায়নবাদীদের এ সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ করেছে ফিলিস্তিনিবাসীরা।

বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের আদালত ফরমান জারির মাধ্যমে যায়নবাদীদের প্রতি মাসে একবার করে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করার জন্য আল আকসা মসজিদে প্রবেশর নির্দেশ দিয়েছে। ফিলিস্তিন লিবারেশন জনতা সংস্থা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে গুরুত্বারোপ করে বলেছে: আল আকসা মসজিদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ ও জেরুজালেম ভবন নির্মাণ করে যাচ্ছে চরমপন্থি ইহুদীরা। এ সিদ্ধান্তের ফলে দখলদারিদের সাথে ফিলিস্তিনিবাসী নতুন যুদ্ধ শুরু হবে এবং কোন ভাবেই এ যুদ্ধ ঠেকাতে পারবে না। এ বিবৃতিতে আরও এসেছে: ১৯৯৬ সালে আল আকসা মসজিদে সুড়ঙ্গ খোরার ফলে ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার বিদ্রোহ পরিণতি এখনও শেষ হয়নি। ফিলিস্তিনি জনগণ যায়নবাদীদের মোকাবেলায় এ বিদ্রোহের শুরু থেকে এখনও পর্যন্ত সহস্রাধিক শহীদ নিবেদিত করেছে। রাজনৈতিক ও কূটনৈতিক প্রচারণায় যায়নবাদীদের জবাব দিতে ফিলিস্তিনি জনগণ তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের এ যুদ্ধে তারা পরাজিত হবে। 3304032

captcha