বার্তা সংস্থা ইকনা: লেবাননের ত্রিপোলি শহরের ১৪ বছরের আহমেদ ইমানী দাব্বুসী মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে অংশগ্রহণ করেছে। এ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১১ জন অংশগ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন।
সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে আহমেদ ইমানী দাব্বুসী বলেন: অনেক অভিজ্ঞ প্রতিযোগীর সাথে অংশগ্রহণ করার ফলে তিনি অনেক উদ্বিগ্ন। তবে, তার পিতা মাতা এবং শিক্ষকমণ্ডলীদের অনুপ্রেরণার ফলে তিনি মানসিক প্রশান্তি ফিরে পেয়েছেন।
লেবাননের ৫ সদস্য বিশিষ্ট এক পরিবারের দ্বিতীয় সন্তান আহমেদ ইমানী দাব্বুসী বলেন: ৭ বছর থেকে তিনি কুরআন হেফজের প্রতি আকৃষ্ট হন এবং তিনি মসজিদুল হারামে পবিত্র কুরআনের শেষ পারা হেফজ (মুখস্থ) করতে সক্ষম হয়েছেন।
তিনি তার কুরআনের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জানিয়েছেন, প্রতিদিন স্কুল থেকে ফেরার পর পবিত্র কুরআন তেলাওয়াত করেন।
তিনি আরও বলেন: তার যমজ ভাইকেও কুরআন হেফজের জন্য তিনি সাহায্য করেন এবং সর্বদা তার সাথে কুরআন প্রতিযোগিতা করেন।
৪৪ বছর বয়সী তার পিতা ফুয়াদ দাব্বাসী এবং ৪২ বছর বয়সী লুবা দিনাভী সর্বদা পবিত্র কুরআন হেফজের প্রতি তাকে উৎসাহিত করতেন।
তার প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে তার বাবা বলেন: এ প্রতিযোগিতায় তার বিজয়ী হওয়ার ব্যাপারে আমরা চিন্তিত নয়। সে কুরআন হেফজ করেছে, আর এ জন্যই সে বিজয়ী।
3313657