বার্তা সংস্থা ইকনা : প্রথমবারের মত দর্শকরা মোবাইল, ট্যাবলেট বা টিভিতে ব্যবহৃত Du View সফ্টওয়্যার ব্যবহারের মাধ্যমে এ প্রতিযোগিতা সরাসরি উপভোগ করতে পারবেন।
Du View সফ্টওয়্যারটি Du TV এর ইউজারদের জন্য একটি ফ্রি সফ্টওয়্যার। এ্যাপেল এ্যাপ, গুগল প্লে, এক্স বক্স, ইন মার্কেট প্লেস, স্যামসং স্মার্ট হাব থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে সফ্টওয়্যারটি।
Du নেটওয়ার্কের ইউজাররা এ প্রতিযোগিতা ১০ ও ৬৫৩ নং চ্যানেল হতে এবং Du View সফ্টওয়্যারের মাধ্যমে সরাসরি দেখতে পাবেন।
উল্লেখ্য, ১লা রমজান থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার সকল কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হবে।# 3313639
সূত্র : telecome paper ওয়েব সাইট