বার্তা সংস্থা ইকনা: ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান বিশ্বের ৮০টি দেশের প্রতিনিধিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল তথা ১৪ই জুন সেদেশের রাজা এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রীর প্রবেশের পর সমাপনী অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর প্রতিযোগিতার বিচারক কমিটির প্রধান মুস্তাফা উসমান উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে এক বিবৃতি পেশ করেন। এ বিবৃতি তিন ভাষা তথা মালয়, ইংরেজি এবং আরবি ভাষায় পেশ করা হয়।
এ অনুষ্ঠানে মালয়েশিয়া, আমেরিকা, ইন্দোনেশিয়া ও মরক্কোর নির্বাচিত ক্বারিদের দ্বার স্তবগান পরিবেশন করা হয়। এছাড়াও প্র প্রতিযোগিতার কাতার ও মালয়েশিয়ার নারী ও পুরুষ বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণরা কুরআন তেলাওয়াত করেন। অবশ্য তেলাওয়াত বিভাগে ইরানী প্রতিনিধি মোহসেন হাজি হাসানি কারগার প্রথম স্থানে অধিকারী হওয়া সত্ত্বেও সমাপনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। সমাপনী অনুষ্ঠানে তাকে কেন কুরআন তেলাওয়াত করার জন্য আমন্ত্রণ জানানো হয়নি এ সম্পর্কে এখনো পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।
শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা/ শত বাধা পেরিয়ে ইরানী ক্বারির প্রথম স্থান লাভ
৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তেলাওয়াত বিভাগে ইরানী প্রতিনিধি মোহসেন হাজি হাসানি কারগার প্রথম স্থানের অধিকারী হয়েছেন। দীর্ঘ ৯ বছর পর মালয়েশিয়ায় ইরানি ক্বারি প্রথম স্থানের অধিকারী হয়েছেন।
বিচারক পরিষদে মিশরের ৪ জন বিচারক থাকা সত্ত্বেও ইরানী প্রতিনিধি প্রথম স্থানের অধিকারী হয়েছেন। এ প্রতিযোগিতায় অপর বিষয়টি পরিলক্ষিত যে, মিশরের বর্তমান ক্বারিদের তুলনায় ইরানের তৃতীয় প্রজন্মের কারিরা এগিয়ে রয়েছে। অন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, ৮ পয়েন্ট ব্যবধানে ইরানি প্রতিনিধি এগিয়ে রয়েছে। অর্থাৎ তেলাওয়াত বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থানের অধিকারীদের পয়েন্টের ব্যবধান ৮।
পুরুষদের তেলাওয়াত বিভাগে মালয়েশিয়ার প্রতিনিধি দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন এবং ফিলিপাইনের প্রতিনিধি তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন। ব্রুনাই দারুসসালাম এবং আলজেরিয়ার প্রতিনিধিবর্গ যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন।
এ প্রতিযোগিতার হেফজ বিভাগে কাতারের আবদুল আজিজ আলী আল হুমাইর প্রথম স্থানের অধিকারী এবং কুয়েতের ওসমান ইউসুফ জাযান এবং তিউনিসিয়ার ইয়াহিয়া আবুল হাসান পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন।
এছাড়াও, নারীদের হেফজ বিভাগে মালয়েশিয়া, মৌরিতানিয়া এবং তিউনিসিয়ার প্রতিনিধিরা যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন।
3314349