বার্তা সংস্থা ইকনার সাথে এক সাক্ষাতকারে মোহসেন হাজি হাসানী কারগার বলেন: “গত ১৮ই জুনে অনুষ্ঠিত এ সাক্ষাতকার অনুষ্ঠানে আমি ইসরার ৯ থেকে ১৪ নং আয়াত এবং সূরা আলা তেলাওয়াত করি”।
তিনি আরও বলেন: তেলাওয়াত শেষে আমি রাহবরের নিকট যায় এবং তিনি আমাকে অভিনন্দন জনিয়ে বললেন: অতি চমৎকার তোমার কণ্ঠ।
এছাড়াও তিনি আমাকে সূরা আলা’র আয়াতে ওয়াকিফ ও এবতেদার ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিলেন।
আমি যখনই সর্বোচ্চ নেতার নিকট যাই, তখনই মনে করি তার নিকট থেকে একটি পুরস্কার আমি নিজে চেয়ে নেব; এবারও আমি এমনই ইচ্ছা ছিল। আমি পুরস্কার হিসেবে তার হাতের আংটি’টি চাইব বলে মনে করেছিলাম। কিন্তু আমি তার নিকট যাওয়ার পর তার প্রতি এতটাই আকৃষ্ট হয়েছি যে এ বিষয়টি বলতে পারিনি।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী কারগার বলেন: প্রথমে যখন আমি মজলিশের প্রবেশ করছিলাম তখন তিনি দুর থেকে আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং আমি হাত বুকে রেখে তার প্রতি সম্ভাষণ জানিয়েছি। আমার নিকট এটা অনেক গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক ছিল যে, দুর থেকে তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন।
3316411