IQNA

ভারতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রথম জাতীয় কুরআন প্রতিযোগিতা

16:36 - June 23, 2015
সংবাদ: 3317931
আন্তর্জাতিক বিভাগ: ভারতে ১৭ জন দৃষ্টি প্রতিবন্ধীর উপস্থিতিতে প্রথম জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ভারতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এ ধরণের প্রতিযোগিতা এই প্রথম বারের মত অনুষ্ঠিত হল। সেদেশের পাটকেল শহরের হাফেজগণের আঞ্জুমানের পক্ষ থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ প্রতিযোগিতার বিচারক কমিটিতে পাটকেল শহরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশিষ্ট ক্বারিগণ উপস্থিত ছিলেন।
উক্ত কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের এশায়াতু উলুম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ক্বারি শেখ  খালিদ ইব্রাহীম ও শেখ আব্দুর রহিম এবং বিশ্ব কুরআন হেফজ এসোসিয়েশনের প্রতিনিধি হাশেম সহ স্থানীয় অধিবাসীগণ উপস্থিত ছিলেন।
3317744
 

captcha