IQNA

দ্বিতীয় জুম্মায় আল আকসায় লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণ + ছবি

23:53 - June 27, 2015
সংবাদ: 3320204
আন্তর্জাতিক বিভাগ: ইহুদিবাদী ইসরাইলের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুম্মায় আল আকসা মসজিদে প্রায় সাড়ে ৩ লাখ মুসলমান জুম্মার নামাজ আদায় করেছেন।

বার্তা সংস্থা ইকনা: যায়নবাদীদের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও জুম্মার নামাজ আদায় করতে শুক্রবার সকাল থেকে জেরুজালেম ও পশ্চিম তীর হতে আল আকসা মসজিদের দিকে আসা শুরু করেন মুসলমানেরা।
কুদস এবং আল-আকসা মসজিদ ধর্ম বিষয়ক মহাপরিচালক শেখ এজাম আল খতিব বলেন: পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুম্মায় আল আকসা মসজিদে প্রায় সাড়ে ৩ লাখ মুসলমান জুম্মার নামাজ আদায় করেছেন। জুম্মার নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই পশ্চিম তীরের অধিবাসী।
জুম্মার নামাজের দ্বিতীয় খুতবাই শেখ ইসমাইল নাওয়াহিযা পবিত্র মাহে রমাযানের ফজিলতের ওপর গুরুত্বারোপ করেন।
জুম্মার নামাজ আদায়ের জন্য মুসলমানেরা সকাল থেকেই মসজিদুল আকসার দিকে ধাবিত হয় এবং প্রাচীন শহরের রাস্তাগুলো মুসলমানদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়।
এছাড়াও জেরুজালেমের গলিতে বিশেষ করে মসজিদুল আকসার আশে পাশের গলিগুলোয় নামাজী ব্যক্তিতে পরিপূর্ণ ছিল।
এক ফিলিস্তিনি অধিবাসী বলেন: “মসজিদুল আকসায় পৌঁছানোই আমার জন্য অতি জরুরী ছিল। যায়নবাদীরা প্রতিদিনই মসজিদুল আকসায় হামলা চালাচ্ছে এবং ফিলিস্তিনি জনগণকে ওপর চাপের মুখে রাখছে। এ পরিস্থিতিতে আল আকসা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। যদিও এ মসজিদের ভিতরে যুবকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপরও আমরা এ মসজিদে উপস্থিত রয়েছি”।
এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি পুলিশের মুখপাত্র জানায়: কমান্ড ‘মুশিহ আরাদি’র নির্দেশে সহস্রাধিক পুলিশ এবং বর্ডার গার্ড শুক্রবার সকাল থেকে শহরের পূর্বাঞ্চল, প্রাচীন শহর, কুদসের উত্তর কালান্ডিয়া এবং বাইতে লাহামে মোতায়েন করা হয়েছে।
এ সাক্ষাতকারে তিনি বলেন: পশ্চিম তীরের ৪০ বছরের অধিক বয়সী পুরুষদের এ মসজিদে নামাজ আদায় করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং সকল বয়সী নারীদের জন্য এ মসজিদ উন্মুক্ত রয়েছে।
3319942


 

captcha