IQNA

কাবুলে ‘কুরআনের বসন্ত’ শিরোনামে বিশেষ প্রদর্শনী

5:09 - June 28, 2015
সংবাদ: 3320221
আন্তর্জাতিক বিভাগ: আফগানিস্তানের রাজধানী কাবুলে ২৫শে জুনে কুরআনিক সুপ্রিম কাউন্সিলের পক্ষ থেকে ‘কুরআনের বসন্ত’ শিরোনামে বিশেষ প্রদর্শনী শুরু হয়ে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনী আফগানিস্তানের কুরআনিক সুপ্রিম কাউন্সিলের পক্ষ থেকে সেদেশের ওলামা, অধ্যাপক, শিক্ষার্থী এবং স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে আয-যাহরা (সা. আ.) জামে মসজিদে শুরু হয়েছে।
আফগানিস্তানের কুরআনিক সুপ্রিম কাউন্সিলের প্রধান আব্বাস হাসান জাদে বলেছেন: পবিত্র রমজান মাসে পবিত্র কুরআনকে অধিক বোঝার উদ্দেশ্য এ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন: এধরণের প্রদর্শনীর মাধ্যমে মুসলিম উম্মতের ঐক্য গঠন এবং সমাজে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।
এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ২৫শে জুনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আফগানিস্তানের শিয়া উলেমা কাউন্সিলের প্রধান হযরত আয়াতুল্লাহ মোহসেনীর বানী পরে শুনান শিয়া উলেমা কাউন্সিলের সাংস্কৃতিক কমিশনের কর্তৃপক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন রেজওয়ানি বামিয়ানী।
আয়াতুল্লাহ মোহসেনীর বানীতে পবিত্র কুরআনের ভাবার্থের শিক্ষা অর্জন এবং পবিত্র রমজানের ফজিলতের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও এ অনুষ্ঠানে আয়াতুল্লাহ মাকারেম শিরাজির আফগানিস্তানই প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ ঈসা হোসেইনী মাযারা, আফগানিস্তানে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার নাসির জাহানশাহী এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ফাইয়ায আর্যগানী গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করেন।
উল্লেখ্য, কুরআনের বসন্ত শিরোনামে সপ্তম প্রদর্শনী ২৫শে জুন শুরু হয়েছে এবং প্রতিদিন সকাল ৯টা  হতে ১৬টা পর্যন্ত এ প্রদর্শনী টানা ১০ দিন চলবে।
3319781

captcha