বার্তা সংস্থা ইকনা: সাদিক কুবরা মসজিদটি আহলে সুন্নতের অন্তর্গত। এ মসজিদ কমিটির পক্ষ থেকে উক্ত কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নুরানি কুরআন মাহফিলের শুরুতে সাদিক কুবরা মসজিদের খতিব ও ইমাম মুফতি গুলযার মাদানি ইরান ও পাকিস্তানের মধ্যকার সুসম্পর্কের ব্যাপারে বলেন: ইরান ও পাকিস্তান ইসলামী দেশ আর এটি আমাদের জন্য একটি গর্বের বিষয়। আর এ দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতা মূলক সম্পর্ক রয়েছে।
তিনি বলেন: এ দু’দেশের মধ্যে সুসম্পর্ক ভঙ্গ করার জন্য ইসলামের শত্রুরা অনেক চেষ্টা চালাচ্ছে। তবে এ দুদেশের জনগণের পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা থাকার দরুন শত্রুদের সকল চেষ্টাই ব্যাহত হচ্ছে।
মুফতি গুলযার মাদানি আরও বলেন: বিশ্বের মাজলুম ইসলামি দেশ সমূহকে ইরান ও পাকিস্তান সমর্থন করতে পারে এবং তাদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারে।
3325677