IQNA

সুইডেনের মুসলমানদের জন্য ফেতরার পরিমাণ নির্ধারণ

23:18 - July 10, 2015
সংবাদ: 3326305
আন্তর্জাতিক বিভাগ: সুইডেনের ইমাম আলী (আ.) ইসলামিক কেন্দ্র সেদেশের প্রত্যেক মুসলমানদের জন্য ৭৫ সুইডিশ ক্রোনা নির্ধারণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: এছাড়াও উক্ত কেন্দ্রে প্রতি রোজার কাফফারা (৬০ জন দরিদ্র ব্যক্তিকে খাদ্য দেওয়া) হিসেবে ৮০০ ক্রোনা নির্ধারণ করেছে।
ঈদের দিনের যোহরের পূর্বে ঈদুল ফিতরের যাকাতের অর্থ নির্ধারণ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব মুসলিম দরিদ্রদের দান করতে হবে।
সুইডেনের ইমাম আলী (আ.) ইসলামিক কেন্দ্রের কর্তৃপক্ষ সেদেশের মুসলমানদেরকে (তার যদি আগ্রহী হয় তাহলে) ফিতরার এবং কাফফারার অর্থ উক্ত কেন্দ্রের হিসব নং 1-643195 অনুদান করার জন্য আহ্বান জানিয়েছে। যতে এ কেন্দ্রের পক্ষ থেকে দরিদ্র মুসলমানদের মধ্যে এ অর্থ বণ্টন করা হয়।
3323922

captcha