বার্তা সংস্থা ইকনা: তাজিকিস্তানের জাতীয়, পারিবারিক এবং ধর্মীয় সংস্থা এ ব্যাপারে বলেন: যে সকল মসজিদ বন্ধ করা হয়েছে, সেগুলো সরকারি অফিসে রেজিস্ট্রেশন করা ছিল না। আর এ জন্য এসকল মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।
এর পর থেকে তাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় সাগদ প্রদেশের বন্ধকৃত সকল মসজিদের ভবন সমূহ সরকারী সংস্থা, সাংস্কৃতিক ভবন, চিকিৎসা, ডে-কেয়ার এবং চায়ের দোকান হিসেবে ব্যবহার করা হবে।
স্থানীয় অধিবাসীরা জানান, তাজিকিস্তানে মসজিদ বন্ধের বিষয়টি সেদেশের প্রথাগত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
বলাবাহুল্য, সরকারি পরিসংখ্যান অনুযায়ী তাজিকিস্তানের উত্তরাঞ্চলে প্রায় ১০৬০টি মসজিদ রয়েছে।
3336561