IQNA

মসজিদুল আকসাই ইসরাইলি পতাকা; নিন্দা জানালেন জেরুজালেমের গ্র্যান্ড মুফতি

23:39 - August 05, 2015
সংবাদ: 3339489
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইহুদিবাদী ইসরাইলিরা গতকাল (মঙ্গলবার) মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ইসরাইলি পতাকা তুলেছে। আর এ কর্মের মাধ্যমে আল আকসা মসজিদ অবমাননার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মাদ হুসাইন।

বার্তা সংস্থা ইকনা: জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মাদ হুসাইন গতকাল এক সংবাদ সম্মেলনে চরমপন্থি ইহুদিবাদী ইসরাইলির এক ঔপনিবেশিক মসজিদুল আকসার নিকটে ইসরাইলি পতাকা তোলার ব্যাপারে সাবধান করেন এবং স্থানীয় ও বিদেশী সংস্থা সমূহের নিকট যায়নবাদীদের অপকর্ম বন্ধের জন্য আহ্বান জানান।
এছাড়াও, দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনারা গতকাল (মঙ্গলবার) মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে অভিযান চালিয়ে এই মসজিদের পাণ্ডুলিপি বিভাগের পরিচালক আমর রিজওয়ানসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
তারা এই পবিত্র মজিদের গার্ড ফাদি বাকির ও এক ফিলিস্তিনি যুবককেও গ্রেফতার করে।
ইসরাইলি পুলিশ এই পবিত্র মসজিদে মুসল্লি ও শিশুদের ওপর হামলা করায় বায়তুল মুকাদ্দাস শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বলে আলমানার টেলিভিশন জানিয়েছে।
হানাদার ইসরাইলি পুলিশ আলআকসা মসজিদের গার্ডের ওপরও হামলা চালায় যখন তিনি অবৈধ ইহুদি বসতির এক ইহুদিবাদীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। ওই ইহুদিবাদী এই পবিত্র মসজিদে ইসরাইলি পতাকা তোলার চেষ্টা করছিল ও বর্ণবাদী শ্লোগান দিচ্ছিল।
অবশেষে ইসরাইলি সেনারা এই ইহুদিবাদী গুণ্ডাকে মসজিদ প্রাঙ্গণ থেকে বাইরে নিয়ে আসতে বাধ্য হয়। এ সময় অবৈধ ইহুদি বসতির একদল ইহুদিবাদী গুণ্ডা আল-আকসা মসজিদের একটি গেইটের সামনে একদল ফিলিস্তিনি মহিলার ওপর হামলা চালায়। ইসরাইলি সেনা ও পুলিশ এ সময় ওই গুণ্ডাদের কোনো বাধা দেয়নি।
অবৈধ রাষ্ট্র ইসরাইল ১৯৬৭ সাল থেকে মুসলমানদের প্রথম কিবলা ও এর আশপাশের অঞ্চল দখল করে রেখেছে। পাশ্চাত্যের মদদপুষ্ট বর্ণবাদী ইসরাইল ১৯৪৮ সালেই বায়তুল মুকাদ্দাস শহরের একাংশ দখল করে নেয়।
3339080

captcha