IQNA

মসজিদের খতিবকে হত্যার পরিকল্পনা ব্যর্থ

19:43 - August 10, 2015
সংবাদ: 3341140
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের লাঘমান প্রদেশের ‘মুহতার লাম’ শহরের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবকে হত্যা করার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা। আর সন্ত্রাসী গোষ্ঠীর এক সদস্যকে গ্রেফতার করে তাদের পরিকল্পনাকে ব্যর্থ করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী।

বার্তা সংস্থা ইকনা: আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী আতা মোহাম্মাদের ছেলে হাজী মোহাম্মাদকে অস্ত্র সহ গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী হাজী মোহাম্মাদ জানিয়েছে, তিনি লাঘমান প্রদেশের ‘মুহতার লাম’ শহরের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলা রুহুল্লাহ ফাইয়াজকে হত্যার জন্য নিযুক্ত হয়েছে।
গ্রেফতারকৃত সন্ত্রাসী আফগানিস্তানের বিভিন্ন সন্ত্রাসী এবং নাশকতা মূলক কর্মকাণ্ডে নিযুক্ত ছিল বলে স্বীকার করেছে।
3340759

captcha