বার্তা সংস্থা ইকনা: এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম। পরমাণু সমঝোতা নিয়ে সৌদি আরবের ক্ষোভকেও প্রত্যাখ্যান করেন তিনি।
মারজিয়েহ আফখাম বলেন, সম্প্রতি জার্মানির রাজধানী বার্লিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের যে ক্ষোভ প্রকাশ করেছেন তাতে পরিষ্কার হয়, পরমাণু সমঝোতার মধ্যদিয়ে অপ্রয়োজনীয় সংকট এড়ানোয় রিয়াদের রাজতান্ত্রিক সরকার ভীষণ ক্ষুব্ধ হয়েছে।
ইরানের এ মুখপাত্র বলেন, যখন প্রতিবেশী দেশের সিনিয়র প্রতিনিধিরা পরমাণু ইস্যুর মতো একটা জটিল সমস্যার রাজনৈতিক সমাধানে ক্ষুব্ধ হন তখন আর কোনো সন্দেহ থাকে না যে, তারা সমস্যা ও সংকটের জীবনে বেছে নিয়েছেন।
মারজিয়েহ আফখাম দুঃখ প্রকাশ করে বলেন, সৌদি আরবের বক্তব্য ইহুদিবাদী ইসরাইলের বক্তব্যেরই প্রতিধ্বনি। রেডিও তেহরান