বার্তা সংস্থা ইকনা: ট্যাবলেটের সাথে কুরআন তেলাওয়াত করে মুস্তাহাব নামাজ আদায়ের হুকুম কি? এ প্রশ্নের উত্তরে মিশরের আল-আজহার ইসলামী গবেষণা পরিষদ ঘোষণা করেছে: ট্যাবলেটের সাথে কুরআন তেলাওয়াত করে ওয়াজিব নামাজ আদায় করা জায়েয নয়। তবে মুস্তাহাব নামাজ আদায় করা জায়েয এবং কোন সমস্যা নেই।
এ ছাড়াও এ পরিষদ চোখ বন্ধ করে নামাজ আদায়ের ব্যাপারে বলেছে: এ ব্যাপারে নবী (সা.)এর সুন্নতের উপর ভিত্তি করে জানানো হচ্ছে, নামাজ অবশ্যই চোখ খুলে আদায় করতে হবে। হযরত মুহাম্মাদ (সা.) এ ব্যাপারে বলেছেন: «صلوا کما رأیتمونی أصلی» “তোমরা ঐ ভাবে নামাজ আদায় কর, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখবে”। এছাড়াও কোন হাদিসে ব্যক্ত করা হয়নি যে, হযরত মুহাম্মাদ (সা.) চোখ বন্ধ করে নামাজ আদায় করতেন।
3350280