ইসলামী প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় মাদ্রাসাসমূহের প্রধান হযরত আয়াতুল্লাহ সাইয়েদ হুসাইনি বুশাহরী আজ শনিবার এক সংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে, প্রতি বছরের ন্যায় এ বছরও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ধর্মীয় মাদ্রাসাসমূহের নতুন শিক্ষা বর্ষের ক্লাস আগামীকাল থেকে শুরু হচ্ছে। বর্তমানে ১৫০ হাজার ধর্মীয় ছাত্র-ছাত্রী বিভিন্ন শহরের ধর্মীয় মাদ্রাসসমূহে অধ্যায়নরত রয়েছে। এদের মধ্যে শুধুমাত্র ধর্মীয় নগরী কোমে রয়েছে ৮৫ হাজার শিক্ষার্থী। কেননা কোমে রয়েছে সর্বাধিক সংখ্যক ধর্মীয় মাদ্রাসা এবং ইরানে ঐতিহ্যবাহী ধর্মীয় মাদ্রাসা এ শহরেই অবস্থিত।
হযরত আয়াতুল্লাহ সাইয়েদ হুসাইনি বুশাহরী আরও বলেন: ধর্মীয় আলেম ও শিক্ষার্থীরা হলেন সমাজ ও মানুষের পথপ্রদর্শক। তাই তারা যাতে সঠিকভাবে গড়ে উঠতে পারে সেজন্য আমাদের সার্বিক চেষ্টা অব্যহত থাকবে।
উল্লেখ্য ইরানের ধর্মীয় মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকেও অনেক উন্নত এবং ধর্মীয় আলেমরা সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত।