বার্তা সংস্থা ইকনা: রাশিয়ান ফেডারেল নিরাপত্তা ব্যুরোর প্রধান ডেপুটি চেয়ারম্যান ‘সের্গেই আসমিরনোফ’ গতকাল ১৮ই সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছেন: রাশিয়ার ২৪০০ জন নাগরিক এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশের প্রায় ৩০০০ জন নাগরিক তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের দলে যোগ দিয়েছে। এ সকল সদস্যরা এ দলে যোগ দিয়ে দলের পক্ষে যুদ্ধ করছে।
সের্গেই আসমিরনোফ এক সংবাদ সম্মেলন বলেন: সম্ভবত, মধ্যপ্রাচ্য থেকে যে সকল উদ্বাস্তু অভিবাসীরা ইউরোপে পালিয়ে এসেছে, তারাই এ দলে যোগ দিচ্ছে। আর এ বিষয়টি ইউরোপের জন্য মারাত্মক হুমকি স্বরূপ পরিগণিত হচ্ছে।
তিনি বলেন: সিরিয়ার সরকারকে মস্কো সমর্থন করছে। আর এর ফলে নেতিবাচক প্রভাব বিস্তার করছে এবং অরও অধিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, এ দাবী ঠিক নয়। বরং আইএসের পরিধি সম্প্রসারণের ফলে সিরিয়ার নাগরিক বাস্তুচ্যুত হচ্ছে।
সের্গেই আসমিরনোফ পরোক্ষভাবে জাতিসংঘকে লক্ষ করে বলেন: কিছু দেশ আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাস নিধন অভিযান হতে পালানোর চেষ্টা করছে।
3364974