IQNA

বোকো হারামের নৃশংস হামলায় কোরবানি হচ্ছে আফ্রিকান শিশুরা

23:52 - September 20, 2015
সংবাদ: 3365566
আন্তর্জাতিক ডেস্ক: ইউনিসেফের মুখপাত্র "ক্রিস্টোফ বোলিরাক” জাতিসংঘে এক বক্তৃতায় বলেন: ‘তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের নৃশংস হামলায় কোরবানি হচ্ছে আফ্রিকান শিশুরা’।

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) আফ্রিকান শিশুদের জীবনীর আলোকে নির্মিত একটি প্রতিবেদনের মাধ্যমে ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলা ও তাদের কার্যক্রম বৃদ্ধির ফলে আফ্রিকান বিশেষ করে নাইজেরিয়া শিশুদের অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলার ফলে নাইজেরিয়া সহ আফ্রিকার অন্যান্য দেশের যে সকল শিশু বাস্তুচ্যুত হয়েছে, তার সংখ্যা প্রায় ১৪ লাখে পৌঁছেছে।
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের অফিসে এক সংবাদ সম্মেলনে বলেন: যে সকল বাস্তুচ্যুতের ফলে যে সকল শিশুরা অতি কষ্টের মধ্যে জীবন যাপন করছে তাদের মধ্যে অধিকাংশ শিশুর বয়স ৫ বছরের নিচে।
তিনি বলেন: নাইজেরিয়ার প্রতিবেশী দেশ সমূহ বিশেষ করে নাইজার ও চাদ’ও বোকো হারামের সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড থেকে নিরাপদে নয়। এ সন্ত্রাসী দলের কর্মকাণ্ডের ফলে এই দুই দেশে ২ লাখ ৬৫ হাজার শিশু বাস্তুচ্যুত ও সহিংসতার স্বীকার হয়েছে।
বলাবাহুল্য, নিজেদের দখলকৃত এলাকা সমূহের মধ্যে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম প্রায় ৫০ হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে।
3364918

captcha