ঈদের নামাজের খুতবায় তিনি মসজিদুল আকসায় ইহুদিবাদীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আয়াতুল্লাহ খাতামি বলেন, সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা মসজিদুল আকসায় হামলা চালিয়েছে এবং এ পবিত্র স্থানের অবমাননা করেছে। কিন্তু মুসলিম দেশগুলো এর প্রতিবাদ করেনি।
ঈদের নামাজের খতিব আরও বলেন, সাম্রাজ্যবাদীদের লক্ষ্য হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল সৃষ্টি করেছে। সাম্রাজ্যবাদীরা সন্ত্রাসী গোষ্ঠী তৈরির মাধ্যমে মুসলমানদের ব্যস্ত রেখেছে যাতে তারা মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা ঘটনা সঠিকভাবে উপলব্ধি করতে না পারে।
তিনি বলেন, যারা বলছে সমঝোতার মধ্যদিয়ে ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কের বরফ গলেছে তারা ভুল করছে। কারণ আমেরিকার সঙ্গে আমাদের শত্রুতার একটি বড় কারণ হলো-ওয়াশিংটন দখলদার ইসরাইলকে সমর্থন করে। আইআরআইবি
3367016