বার্তা সংস্থা ইকনা: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী "জুলি বিশপ” ঘোষণা করেছেন: আইএসের দলে অস্ট্রেলিয়ান নাগরিকদের যোগদানের সংখ্যা প্রত্যাশার বাহিরে ছিল।
নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন জুলি বিশপ। ২৭শে সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন: বর্তমানে আইএস ও অন্যান্য সন্ত্রাসী দলের সদস্য হয়ে ইরাক ও সিরিয়ায় অস্ট্রেলিয়ার ১২০ জন নাগরিক যুদ্ধ করছে।
তিনি আরও বলেন: আমরা আইএসআইএলের দলে অস্ট্রেলিয়ান নাগরিকদের যোগদানের সংখ্যা কমাতে সক্ষম হয়েছে। তবে এ ব্যাপারে আমরা সম্পূর্ণ সফল হতে সক্ষম হয়নি। এখন এ দলে অস্ট্রেলিয়ান নাগরিকদের যোগদানের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে। তবে এর প্রতিরোধের জন্য আমরা যে চেষ্টা করছি সেক্ষেত্রে আমরা সফল হব।
বলাবাহুল্য, এ পর্যন্ত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসের অস্ট্রেলিয়ান ২০ জন সদস্য নিহত হয়েছে।
3372733