বার্তা সংস্থা ইকনা: ২৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার নাম নিবন্ধন পর্ব আগামী ৬ষ্ঠ অক্টোবরে শুরু হবে এবং একাধারে ১৫ই অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
এ প্রতিযোগিতা বিশেষ করে কাতারের অধিবাসী ও সেদেশে বসবাসরত অভিবাসীদের জন্য অনুষ্ঠিত হবে। নারী ও পুরুষ উভয় বিভাগে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা একে অপরের সাথে ৫ পারা, ১০ পারা, ১৫ পারা, ২০ পারা, ২৫ পারা এবং সম্পূর্ণ কুরআন হেফজের আলোকে প্রতিযোগিতায় করবেন।
‘শেখ জাসেম ইবনে মুহাম্মাদ ইবনে ছানি’ শিরোনামে এ প্রতিযোগিতা কাতারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা, যা সেদেশের আওকাফ ও ইসলামিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতা প্রতি বছরেই সেদেশের অন্যান্য মুসলমানদের পাশাপাশি নওমুসলিম ও শিশুদের জন্যে অনুষ্ঠিত হয়।
3379060