IQNA

হিজবুল্লাহর মহাসচিব;

মিনা দুর্ঘটনায় আইএসআইএলের মত আচরণ করেছে সৌদি আরব

21:24 - October 08, 2015
সংবাদ: 3383176
আন্তর্জাতিক ডেস্ক: হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ পবিত্র মুহাররম মাস উপলক্ষে মুবাল্লিগদের সাথে এক বৈঠকে বলেন, আলে সৌদির অব্যবস্থাপনা ও পূর্বের ভুল থেকে তাদের শিক্ষা অর্জন না করার ফলে মিনা দুর্ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা ইকনা: প্রতি বছরে মুহাররম মাসের পূর্বে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ মুবাল্লিগদের সাথে আলোচনা করেন। এ বছরে পবিত্র মুহাররাম মাস উপলক্ষে ৬ষ্ঠ অক্টোবর মুবাল্লিগদের সাথে  এক বৈঠকে তিনি বলেন: আমাদের শত্রু যায়নবাদীদের অবহেলা করা আমাদের উচিত নয়। তবে বর্তমানে আমাদের জন্য হুমকির স্বরূপ হয়ে দাঁড়িয়েছে ওয়াহাবিরা।
এছাড়াও হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন, ওহাবিরা ইসলামের জন্য একটি বড় হুমকি আর এরাই হচ্ছে মধ্যপ্রাচ্যে রক্তপাতের মূল কারণ। অত্র এলাকায় গণহত্যার সকল দায়িত্ব সৌদি সরকারের, তারা তামুযের যুদ্ধে লেবাননিদেরকে হত্যা করেছিল।
সৌদি আরব ২০০৩ সাল থেকে ইরাকের তাকিফিরিদের দিয়ে গণহত্যা চালাচ্ছে এবং সকল মাজহাবের অনুসারীদের হত্যার জন্য সৌদি আরব দায়ী।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন: যদিও সৌদি আরব এবং ওহাবিরা মধ্যপ্রাচ্যের সব থেকে বড় সমস্যা তারপরও ইহুদিবাদী ইসরাইলের শয়তানি চক্রান্ত সম্পর্কে উদাস হলে চলবে না।
তিনি বলেন: সৌদি আরব তেলের দাম কমিয়ে দিয়ে ইরানকে কাবু করতে চায়, কিন্তু তারা সফল হবে না। হাসান নাসরুল্লাহ বলেন, মিনা ট্রাজেডির জন্য সৌদি সরকার দায়ী এবং তাদেরকে এর জবাব দিতে হবে।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন: মিনা ট্রাজেডিতে সৌদি আরব আইএসআইএল’র মত নিষ্ঠুরভাবে হাজিদেরকে হত্যা করেছে। তারা হাজিদের উদ্ধার করার জন্য কোন পদক্ষেপ নেয় নি তাদেরকে কোন সাহায্য ছাড়া কয়েক ঘণ্টা ফেলে রেখেছিল এবং মৃত ও জীবন্ত উভয়কে কন্টিনারে উঠিয়ে নিয়ে যায়।
তিনি বলেন: আমাদের প্রশ্ন হচ্ছে কেন আপনারা হাজিদের পথকে বন্ধ করে দিয়েছিলেন? হাসান নাসরুল্লাহ বলেন, ইরান যদি বিষয়টিকে গুরুত্ব না দিত তাহলে সৌদি আরব বিষয়টিকে সহজেই ধামাচাপা দেয়ার চেষ্টা করত।
3382638

captcha