IQNA

আল-আকসা মসজিদে ফিলিস্তিনি পতাকা উড়বে

23:46 - October 10, 2015
সংবাদ: 3383837
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বশাসিত কর্তৃপক্ষ ঘোষণা করেছে: অতি শীঘ্রই আল আকসা মসজিদের ছাদে এবং জেরুজালেমের পূর্বাঞ্চলে খ্রিস্টানদের কবরস্থানে ফিলিস্তিনি পতাকা উড়ানো হবে।

বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের স্বশাসিত কর্তৃপক্ষ ‘মাহমুদ আব্বাস’ আজ (১১ই অক্টোবর) ঘোষণা করেছেন: যেভাবে নিউইয়র্কে জাতিসংঘে ফিলিস্তিনি পতাকা উড়ানো হয়েছে, ঠিক সেভাবে আল আকসা মসজিদের ছাদে ফিলিস্তিনি পতাকা উড়ানো হবে।
তিনি বলেন: ফিলিস্তিনি অধিবাসী তাদের সব কিছুর বিনিময়ে আল আকসা মসজিদ রক্ষা করার জন্য চেষ্টা করবে।
মাহমুদ আব্বাস গুরুত্বারোপ করে বলেন: যায়নবাদীদের ওপর আমরা আর আক্রমণ করব না এবং তাদের প্রতি আহ্বান জানাবো তারাও জেন আমাদের ওপর আক্রমণ না করে এবং আল আকসা মসজিদে যেন  প্রবেশ থেকে বিরত থাকে।
পুনরায় মাহমুদ আব্বাস, ইসরাইলিদের নিজেদের চুক্তির প্রতি অটুট থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি সর্বশেষে বলেন: আমরা জাতিসংঘের সাধারণ পরিষদে জানিয়েছি, যদি ইসরাইলিরা নিজেদের চুক্তি অনুযায়ী চলে তাহলে আমরাও আমাদের চুক্তি ভঙ্গ করব না। যদি তারা চুক্তি ভঙ্গ করে তাহলে সকল কিছুর দায়ভার তাদের নিতে হবে।
3383620
 

captcha