IQNA

মাকারেম শিরাজির সাথে এক সাক্ষাতকারে হাশেমী

ইরানের নিখোঁজ হাজিদের ব্যাপারে সৌদির জবাব দিতে হবে

23:51 - October 11, 2015
সংবাদ: 3384260
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি মিনা দুর্ঘটনায় ইরানী নিখোঁজ হাজিদের ব্যাপারে ইরান স্বাস্থ্য মন্ত্রী বলেন: ‘ইরানের নিখোঁজ হাজিদের ব্যাপারে সৌদি সরকারের জবাব দিতে হবে’।

বার্তা সংস্থা ইকনা: মুসলিম জাহানের খ্যাতিমান মনীষী ও বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজি’র সাথে এক সাক্ষাতকারে ইরানের স্বাস্থ্য মন্ত্রী এবং ইরান হতে সৌদি আরবে হাজিদের প্রেরণ সংক্রান্ত বোর্ডের প্রধান সাইয়্যেদ হাসান হাশেমী এ কথা বলেন।
এছাড়াও এ সাক্ষাতকারে বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজি মিনা ট্রাজেডি এবং এ ঘটনায় হাজারা হাজির নির্মম মৃত্যুতে সৌদি সরকারের কড়া সমালোচনা করেছেন।
হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজি আজ রবিবার ইরানের স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে আলাপকালে বলেন: মিনা ট্রাজেডিতে হাজার হাজার হাজির নির্মম মৃত্যুর ঘটনা যদি সৌদি রাজতন্ত্রী সরকারের সৃষ্ট কোন ঘটনা না হলেও এ ঘটনার পেছনে সৌদি সরকারের অব্যবস্থাপনা এবং অদক্ষতার বিষয়টি মুসলিম জাহানের নিকট সুস্পষ্ট হয়ে গেছে। বিশেষ করে ঘণ্টার পর ঘণ্টা হাজিদের লাশ মাটিতে পড়ে থাকা এবং আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত না করা- সৌদি প্রশাসনের চরম গাফিলতির প্রমাণ বহ করে।
তিনি বলেন: আমি সৌদি সরকারের প্রতি আহ্বান জানাব যে, মুসলিম জাহানের এমন নজিরবিহিনী দুর্ঘটনার পর এ ব্যর্থ সরকারের উচিত ছিল দ্রুত নিহত ও আহত হাজিদের পরিবারের প্রতি ক্ষমা প্রার্থনা করা। কিন্তু এখনও এ সরকার এ বিষয়ে তাদের টনক নড়েনি।
হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজি আরও বলেন: মিনা ট্রাজেডির পর সৌদি সরকারের উচিত ছিল এ ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা এবং সেখানে যেসব দেশের হাজিরা নিহত হয়েছে, সেসব দেশের প্রতিনিধিদেরও অংশগ্রহণের সুযোগ দিতে হবে। যাতে আগামী বছরগুলোতে এ ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
3384108
 

captcha